বিস্তারিত
উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , কাজিপুর মাঠপাড়া আঃ মজিদের বাড়ী থেকে প্রাণ গ্রুপের জব্দ কৃত আমের ৮৮৭টি ড্রাম ( ১.৫মি:৭৬মি:) আগামী ২২/০৬/২০১৩ ইং তারিখ সকাল ১০.০০ঘটিকায় ৩নং কাজিপুর ইউপি চেয়ারম্যান সাহেবের বাড়ীর সামনে উন্মুক্ত নিলামে বিক্রয় করা হবে । আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে উক্ত সময়ে উপস্থিত হয়ে নিলামে অংশ গ্রহনের জন্য অনুরোধ করছি ।
সদয় অবগতির জন্য প্রেরিত হ‘ল
১. জেলা প্রশাসক মহোদয়, মেহেরপুর ।
২. উপজেলা নির্বহী অফিসার , গাংনী, মেহেরপুর ।
৩. সহকারী কমিশনার ভূমি, গাংনী,মেহেরপুর ।
৪. বহুল প্রচারের জন্য বিভিন্ন অফিস ও বাজার ।